Payments
আমাদের নির্ধারিত ব্যাংকের বিস্তারিতঃ
Bank Name
City Bank PLC
Branch
ATI BAZAR BRANCH
Account Name
HELPER TECHNOLOGY
Account Number
1503966271001
Routing Number
225270349
ব্যাংক পেমেন্টের নিয়মঃ
- সিটি ব্যাংক টু সিটি ব্যাংক এ ট্রান্সফার এর জন্য অবশ্যই “Fund Transfer” করুন।
- অন্য যেকোনো ব্যাংক থেকে ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই NPSB অথবা RTGS করুন।
- অন্য কোনো ব্যাংক থেকে BEFTN করতে চাইলে অবশ্যই কার্যদিবসে দুপুর ১.০০ টার আগে প্রসেস করবেন। দুপুর ১.০০ টার পরে পেমেন্ট করলে পরের কার্যদিবসে আমাদের ব্যাংকে ঢুকবে।
- ব্যাংকে গিয়ে সরাসরি Cash Deposit অথবা Cheque Deposit করতে পারেন।
- পেমেন্ট ট্রান্সফার এর ক্ষেত্রে নোট দেয়ার সময় শুধু Business লিখবেন। এটা বাদে অন্য কোনো শব্দ লিখবেন না।
- রেফারেন্সে USD/ DOLLAR/Ads এই জাতীয় কিছুই লিখবেন না।
বিকাশ(bKash) থেকে যেভাবে সিটি ব্যাংকে সরাসরি ডিপোজিট করবেনঃ
১. প্রথমে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর মেনু থেকে “bKash to Bank” অপশন পছন্দ করবেন।
২. এরপর Bank Account সেলেক্ট করুন।
৩. সার্চ অপশন থেকে City Bank সার্চ দিয়ে সেলেক্ট করুন।
৪. এরপর আমাদের City Bank একাউন্টটি এড করার জন্য Add বাটনে ক্লিক করুন। যাদের পূর্ব থেকে এড করা আছে তাদের নতুন করে এড করার প্রয়োজন নাই এবং নতুন যারা এড করতেছেন এটা সেভ হয়ে থাকবে বারবার এড করার প্রয়োজন হবে না।
৫. Account Number এর জায়গায় 1503966271001 নাম্বারটি লিখুন।
৬. একাউন্ট নাম্বার লিখা হলে নিচে Proceed বাটনে ক্লিক করুন।
৭. Account Title হিসাবে “Helper Technology” লিখুন এবং Enter PIN এর জায়গায় আপনার বিকাশের গোপন পিন নাম্বার দিন। এরপর নিচের দিকে Confirm PIN এ ক্লিক করুন।
৮. নিচের মত করে একটা সাকসেসফুল ম্যাসেজ দেখাবে। এরপর Back to Home ক্লিক করে হোমে চলে যান।
৯. এরপর পুনরায় bKash to Bank অপশন সেলেক্ট করে Bank Account ক্লিক করুন এবং City Bank সেলেক্ট করুন। এরপর একাউন্ট লিস্ট থেকে Helper Technology এর উপর ক্লিক করুন।
১০. এমাউন্টের জায়গায় যে পরিমান টাকা পাঠাতে চান সেটা লিখুন।
১১. পরের স্টেপ এ গিয়ে bkash PIN কোড দিয়ে Confirm PIN ক্লিক করুন। সেইসাথে পেমেন্ট কনফার্মেনশন এর একটি বার্তা পাবেন।